সাগর নদী সকল জলে,মাছ চাষে সোনা ফলে এই সেøাগানে কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৫ পালিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচন সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনের সভাপ্রধান পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। খামার ব্যবস্থাপক ফনির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিপ্লব দাস,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহদ দর্জি,মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার,মৎস্য চাষী মোঃ এমদাদ হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে শ্র্ষ্ঠে তিনজন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোহট দক্ষিন ইউপি চেয়ারম্যান আমির হোসেন,সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা,কড়ইয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, গোহট উত্তর ইউপি চেয়রম্যান জাহাঙ্গীর আলম,উত্তর কচুয়া ইউপি চেয়ারম্যান বাসেদুজ্জামান বাচ্চু সরকার ।
কচুয়াঃ মৎস্য জাতীয় সপ্তাহ উপলক্ষে র্যালির একাংশ।
Leave a Reply