রিপাবলিকানরা যেখানে ১৬ জন মনোনয়ন প্রার্থীর মধ্যে একজনকে বাছাই করতে গিয়ে প্রায় মল্লযুদ্ধে নেমেছেন সেখানে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেট দলের মনোনয়ন দৌড়ে হিলারির প্রতিদ্বন্দ্বী হাতে গোনা কয়েকজন মাত্র।
দলীয় এই প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে আছেন হিলারি। এমনকি যুক্তরাষ্ট্রের সংবিধান সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিলেও হিলারির সঙ্গে তার হাড্ডাহাড্ডি প্রতিন্দ্বন্দ্বিতা হবে বলেই আভাস পাওয়া গেছে।
তবে আগামীর সম্ভাব্য ‘ফাস্ট জেন্টেলম্যান’ ও সাবেক প্রেসিডেন্ট বিলই ফ্যান্টাসি জরিপে হিলারির সঙ্গে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পেরেছেন। ১ হাজার ৩৩ জন ডেমক্রেট সমর্থকের মধ্যে ২৬ শতাংশের সমর্থন নিয়ে স্ত্রী হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি। হিলারি পেয়েছেন ৫১ শতাংশের সমর্থন।
ক্লিনটনের পরে আছেন মিশেল ওবামা। তিনি পেয়েছেন ২০ শতাংশের সমর্থন। জন স্টুয়ার্ট পেয়েছেন ১৬ শতাংশের সমর্থন আল গোর ও জন কেরি পেয়েছেন ১৫ শতাংশ, অপরাহ্ পেয়েছেন ১১ শতাংশের ও ক্লুনি পেয়েছেন ১০ শতাংশের সমর্থন।
অনলাইনে করা এই জরিপে অন্ততপক্ষে এটা বোঝা গেছে, ডেমক্রেট দলীয় অভিজ্ঞ রাজনীতিবিদ অথবা অন্য কেউই মনোনয়ন দৌড়ে হিলারির জন্য কোনো হুমকি হতে পারবেন না।
Leave a Reply