মুসলমান ধর্মাবলম্বীদের দু’টি ঈদের মধ্যে ঈদুল ফিতর অন্যতম। নাড়ীর টানে সবাই আপনজনদের সাথে ঈদ উাদযাপন করার জন্য গ্রামে চলে আসে। তন্মধ্যে কচুয়ার বিশিষ্টজনরা কে কোথায় ঈদের নামাজ পড়বেন-
১. ড. মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, গুলবাহার ঈদগাহ জামে মসজিদ।
২. ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, বিশিষ্ট শিক্ষাবিদ, গুলবাহার ঈদগাহ জামে মসজিদ।
৩. মোঃ গোলাম হোসেন, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, হাশিমপুর ঈদগাহ।
৪. ডা. একেএম শহীদুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, নয়াকান্দি ঈদগাহ মাঠ।
৫. ড. মুনতাসীর মামুন, বিশিষ্ট কলামিষ্ট, গুলবাহার ঈদগাহ জামে মসজিদ।
৬. ড. সেলিম মাহমুদ, সদস্য এনার্জি রেগুলেটারী কমিশন, পালাখাল ঈদগাহ মাঠ।
৭. মো:শাহজাহান শিশির, চেয়ারম্যান কচুয়া উপজেলা পরিষদ,জগতপুর ঈদগাহ মাঠ।
৮. আইয়ুব আলী পাটওয়ারী , সভাপতি কচুয়া উপজেলা আওয়ামী লীগ, প্রসন্নকাপ ঈদগাহ মায়দান।
৯. এ্যাড. হেলাল উদ্দিন ভাইস চেয়ারম্যান কচুয়া উপজেলা পরিষদ,ইসলামপুর ঈদগাহ মায়দান
১০. মো:শাহদাত মিয়া, সহ সভাপতি উপজেলা আওয়ামী লীগ হাসিমপুর ঈদগাহ মাঠ
১১. মো: আমির হোসেন, চেয়ারম্যান গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ, ইসলামপুর ঈদগাহ মাঠ
১২. ড. শাহ এমরান, প্রফেসার ফার্মেসী বিভাগ, ঢাবি, দোয়াটি দক্ষিনপাড়া ঈদগাহ মাঠ।
১৩. সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান কচুয়া উপজেলা পরিষদ, গোহট চৌধুরী বাড়ী জামে মসজিদ।
১৪. হুমায়ূন কবীর প্রধান, মেয়র- কচুয়া পৌরসভা, কচুয়া কেন্দ্রীয় ঈদগাহ।
১৫. মো:জাবের মিয়া ,ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্বা সংসদ আমুজান ঈদগাহ মাঠ
১৬. মেঃ আনোয়ার হোসেন ব্যবস্থাপনা পরিচালক মনপুরাগ্রুপ মধ্যমনপুরা কওমী মাদরসা ঈদগাহ ময়দান ।
১৭. মোঃ আলগীর তালুকদার, সম্পাদক ,প্রকাশক ও মুদ্রাকর কচুয়া বার্তা, মধুপুর ঈদগাহ মাঠ।
১৮. নাজমুল আলম স্বপন, আহবায়ক ,উপজেলা যুবলীগ, করইশ ঈদগাহ ময়দান।
১৯. মোঃ মিজানুর রহমান, উপ-সচিব, স্বরাষ্ট্রমন্ত্রনালয়, আটোমোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ।
২০. অ্যাড. আয়েত আলী পাটওয়ারী, মেঘদাইর ঈদগাহ মাঠ।
২১. ইসহাক সিকদার, চেয়ারম্যান বিতারা ইউনিয়ন পরিষদ, নিন্দপুর ঈদগাহ মাঠ।
২২. ইঞ্জি: একেএম আব্দুল মোতালেব, নলুয়া হাজী ইদ্রিস এতিমখানা মাঠ।
২৩. আব্দুল লতিফ, লাইব্রেরিয়ান, ঢাবি, চকমোহাম্মদপুর জামে মসজিদ।
২৪. মোঃ নজরুল ইসলাম চৌধুরী, সখিপুরা জামে মসজিদ মাঠ।
২৫. মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, সাধারন সম্পাদক ডিইউজ,ঢাকা,রামপুরা,ঢাকা ।
২৬. মোহাম্মদ ইবরাহিম খলিল, অফিসার ইনচার্য (ওসি), কচুয়া , কচুয়া কেন্দ্রীয় জামে মসজিদ।
২৭. ২৭. খায়রুল আবেদিন স্বপন,সাধারন সম্পাদক উপজেলা বিএনপি, , কাদলা ঈদগাহ মাঠ
Leave a Reply