কচুয়ায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থবির ও চেয়ারম্যান সচিবের অনুপস্থিত কারনে উপজেলা সদর দক্ষিন ইউনিয়ন পরিষদে ১৬ জুলাই বৃহস্পতিবার তালা ঝুলিয়ে দিয়েছে পরিষদের সদস্য ও স্থানীয় জনগন।জানাগেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের অনুপস্থিতে জনগন সেবা থেকে বঞ্চিত । পরিষদের সদস্য ও মহিলা সদস্যরা জানান দীর্ঘ তিন বছর যাবত তাদের সম্মানি ভাতা দেওয়া হচ্ছেনা । তাছাড়া জনগনের টেক্সের আদায়কৃত প্রায় ৭ লক্ষ টাকা,এলজিএসপির ২ লক্ষ টাকা চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান ইউপি সচিব বলাই দেব নাথের সাথে যোগসাজোসে আত্মসাৎ করেছে । এছাড়া দীর্ঘদিন যাবত চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান পরিষদে না আসায় কার্যক্রম বন্ধ হওয়ার পথে। ইউপি সদস্যরা জানান পরিষদ থেকে ভাতা না পাওয়ায় পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন কষ্ট সাধ্য হয়ে দাড়িয়েছে। সে জন্য আমরা বাধ্য হয়ে পরিষদের সকল সদস্যগন মিলে পরিষদে তালা দিয়েছি। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হিমেল চন্দ্র সরকার,মনু মেম্বার,মোঃ শাহাদাত হোসেন,মোঃ দুলাল হোসেন, মোঃ সেলিম মিয়া,মনির হোসেন, মহিলা সদস্য রওশন আরা,সামসুন্নাহার,ছকিনা বেগম,সদর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মিঠ’,উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,আওয়ামী লীগ রেতা জসিম উ্িদ্দন লিটন,ছাত্রলীগ নেতা ফয়সাল মজুমদার প্রমূখ। অপর দিকে ওই ইউনিয়ন এক বাসিন্দা জানান-তথ্য সেবা কেন্দ্রটি নিয়মিত ভাবে খোলা না থাকার কারনে আমরা জন্ম নিবন্ধন সনদসহ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত। এব্যাপারে সদর দক্ষিন ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান মিজানুর রহমান পাঠানের সাথে তার মুঠোফোনে (০১৭১১০৩৬৪৭১ )যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
Leave a Reply