বাংলাদেশের মন্ত্রিসভা আরো সম্প্রসারণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ১৪ জুলাই বিকেলে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন ডা. দীপু মনি, কর্নেল (অব.) ফারুক খান,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকতা ও ফেনী আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম এবং সংসদ সদস্য (সংরক্ষিত) তারানা হালিম।
ছয় জনের মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন ছয় জন। প্রতিমন্ত্রী তিন জন।
ফারুক খানকে স্বরাষ্ট্র মন্ত্রী, দীপু মনিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, নুরুল ইসলাম বিএসসিকে সমাজকল্যাণ মন্ত্রী করা হচ্ছে।
খালিদ মাহমুদ চৌধুরী হচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, আলাউদ্দিন নাসিম হচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
উপমন্ত্রী হচ্ছেন তারানা হালিম। তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রিসভা থেকে বাদ পড়তে যাচ্ছেন মহসীন আলী।
সোমবার ১৩ জুলাই সন্ধ্যায় আওয়ামী লীগের একটি সূত্র এ তথ্য জানায়।
এদিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, ছয় নতুন মন্ত্রীর জন্য ৬টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে বঙ্গভবনে শপথের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
নুরুল ইসলাম বিএসসি সোমবার রাত নয়টার দিকে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমাকে বঙ্গভবন থেকে টেলিফোন করা হয়েছিল। মঙ্গলবার শপথ নিতে যেতে আমন্ত্রণ জানিয়েছে।’
তারানা হালিম রাত সোয়া নয়টার দিকে জানিয়েছেন, নতুন মন্ত্রীর তালিকায় তার নাম রয়েছে। বঙ্গভবন থেকে তাদের ফোন করে তাকে জানানো হয়। মঙ্গলবার শপথ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যও তাদের বলা হয়েছে।
Leave a Reply