কচুয়া উপজেলার রহিমানগর বাজারে ফুটপাতের অবৈধ দোকান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। ১২ জুলাই রবিবার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মাঈন উদ্দিন অভিযান চালিয়ে রাস্তার উপরে নির্মিত বেশকিছু অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় এবং রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবৈধ ৬ টি সিএনজি ও ২টি নছিমুনসহ জব্দ করে ৪০ হাজার ৭শ‘ টাকা জরিমানা আদায় করেন।
এ ভ্রাম্যমান আদালতে বিদ্যুৎ আইনে ৩৫ হাজার টাকা ও মোটরযান আইনে সাড়ে ৩ হাজার টাকা, ইমারত দখল পূর্ন উদ্ধার আদেশ আইনে ২ হাজার ২‘শ টাকা সহ মোট ৪০ হাজার ৭‘শ টাকা জরিমানা আদায় করে।
যে সকল অবৈধ দোকান, ইমারত নির্মান করে দখল ও সিএনজি‘র জরিমানা করা হয়- সেগুলো হচ্ছে- রুহুল আমিনের মোদি দোকান ১০ হাজার টাকা, পান্না ইয়াং ফ্যাশন ৫ হাজার টাকা, আকমত আলী ১০ হাজার টাকা, হানিফ ১ হাজার টাকা, সিটিসেল ইলেক্ট্রনিক্স সাইফুল ইসলাম ১০ হাজার টাকা, বিমল চন্দ্র পাল ১ হাজার টাকা, নুসরাত এন্টারপ্রাইজ ২‘শ টাকা, সেলিম ড্রাইভার ৫’শ টাকা, শাহাদাত হোসেন মামুন ৫‘শ টাকা, হারুন ড্রাইভার ২ হাজার ৫’শ টাকা।
এসময় উপস্থিত ছিলেন ছিলেন- সহকারি সিনিয়র পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আব্দুল হানিফ, কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্ম্দ ইবরাহীম খলিল, কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ হাসানুল বান্না, রহিমানগর বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমির হোসেন, সাধারন সম্পাদক মোঃ সহিদ উল্ল্যা, যুগ্ন সাধারন সম্পাদক সালাউদ্দিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক বাবুল গাজী, রহিমানগর সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ সোহাগ, যুবলীগ নেতা জহির মোল্লা প্রমুখ।
এব্যাপারে কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইবরাহিম খলিল জানান পুলিশ সুপার শামছুন্নাহারের মহোদয়ের পরামর্শে জনচলাচলের জন্য ফুটপাত উন্মক্ত করে দেওয়ার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ছবিঃ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ফুটপাতের দোকানির জরিমানা আদায় করছেন-কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এএসএম মাঈন উদ্দীন ।
Leave a Reply