এ সংক্রান্ত একটি রিটের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেয়।
মোবাইল ফোনের ‘ভ্যালু অ্যাডেড সার্ভিসে’ এসব গান ও সুর ব্যবহার কেন বেআইনি ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সংস্কৃতি সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ মোবাইল অপারেটরদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক এসকে শাহেদ আলী মোবাইল ফোনের রিংটোন, ওয়েলকাম টিউন ও অন্যান্য ‘ভ্যালু অ্যাডেড সার্ভিসে’ হিন্দি বা উপমহাদেশের অন্য দেশের গান ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে গত জুনে এই রিট আবেদন করেছিলেন।
তাদের আইনজীবী মেহেদী বলেন, “আমদানি নীতি ২০১২-১৫ এর ৪৯ ধারা অনুযায়ী ভারতীয় বা উপমহাদেশের কোনো সিনেমা বাংলাদেশে আনা যাবে না। সে কারণে ওয়েলকাম টিউন বা রিংটোনে এসব সংগীতও ব্যবহার করা যায় না।”
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
Leave a Reply