কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আঃ খালেকর ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে মিথ্যা অপপ্রচারের বিরুদ্বে সংবাদ সম্মেলন করেছেন। ৯জুলাই বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মলনে তিনি লিখিত বক্তব্যে বলেন -৩০ জুন তার ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বরাদ্ধ চাল ৮৫৬ জনের মাঝে সরকারি বিধি মোতিাবেক ভিজিএফ কমিটির সিদ্বান্ত অনুযায়ী প্রদত্ত তালিকা মোতাবেক চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কালে ভিজিএফ কমিটির সদস্য বৃন্দ নেতৃবৃন্দ,সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তালিকাুনুযায়ী ইউনিয়ন পষিদের কার্যালয় থেকে চাল বিতরন করা হয়েছে। চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক মেঘনা বার্তা প্রএিকায় ৭ জুলাই কচুয়ায় ভিজিএফ‘র চাল বিতরনের সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমাম হোসেন সোহাগ কতৃক ১শ‘ গরীব অনাহারীর খাবার নিয়ে গেছে মর্মে সংবাদ প্রকাশ করা হয়েছে। চাল নিয়ে যাওয়া এ ধরনের সংবাদ মিথ্যা ও বানোয়াট। প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক আরো বলেন-প্রকৃত পক্ষে ছাত্রলীগ নামধারী কিছু উশৃঙ্খল যুবক আমার নিকট পাঁচ বস্তা চাউল দাবী করেন । যা না দেয়ার কারনে সংবাদ কর্মীকে মিথ্যা তথ্য দিয়ে আমার ও আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করার জন্যেই এ ধরনের সংবাদ প্রকাশ করেছে। তিনি আরো উল্লেখ্য করেন আমরা বিধি অনুযায়ী ৩০ জুন চাল বিতরণ করি কিন্তু এক সপ্তাহের পর উদ্দেশ্য প্রনোদিতভাবে সংবাদটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব সহদেবপুর ইউনিয়নের সচিব রফিকুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন সোহাগ,সদস্য মালেক হোসেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম বরকান্দাজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অলিউল্যাহ প্রধান,রুস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ হাসান,সাধারন সম্পাদক মোঃ ইমান হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন প্রমূখ।
Leave a Reply