মুসলিম ধর্মের বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কচুয়ার বিপণী বিতান ও কসমেটিকস্ দোকানে জমে উঠেছে পবিত্র ঈদের কেনাকাটা।ইতিমধ্যে কচুয়ার স্বনামধন্য ঐতিহ্যবাহী তালুকদার সুপার মার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটায় । ঈদের কেনাকাটা উপলক্ষে উপচেপড়া ভিড় লক্ষা করা গেছে। প্রতিবছরের ন্যায় ছেলেদের তুলনায় মেয়েদের নিত্যনতুন পোশাকের বাহার স্থান পেয়েছে দোকানগুলোতে। প্রিয়জনদের নতুন পোশাক কিনে দেবার জন্য মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছে ক্রেতাগন। ভারতীয় বাংলা জলসা নাটকের অভিনয় শিপ্লীদের পরিহিত বিভিন্ন পোশাকের প্রতি মেয়ে ক্রেতাদের দৃষ্টি।এবার ক্রেতাদের চাহিদা বেশি-ফ্লোর টার্স,কথা ড্রেস,কিরনমালার দিকে। প্রিয়জনদের চাহিদানুযায়ী এধরনের ড্রেসগুলো কিনে দিতে সাধারন অভিভাবকদের ক্রেতাদের হিমসিম খেতে হচ্ছে ।তারপরও বছরের বড় উৎসব বলে সবাই প্রিয়জনদের পছন্দের পোষাক কিনে দিতে মার্কেটগুলোতে উপছে পড়া ভিড়। তালুকদার সুপার মার্কেটের দোকানদার আলামিন তালুকদার জানান-গতবছরের তুলানায় এবার বাহারি বিভিন্ন ডিজাইনের পোশাক রয়েছে ফলে ক্রেতাগনের চাহিদানুযায়ি পোষাক কিনতে অসুবিধা হচ্ছেনা । মমতাজ টাওয়ার,মক্কা,মদিনা,জনাতা,করিম প্লাজায়ও ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে ।
কচুয়া : কালুকদার সুপার মার্কেটের ক্রেতাদের একাংশমুসলিম ধর্মের বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কচুয়ার বিপণী বিতান ও কসমেটিকস্ দোকানে জমে উঠেছে পবিত্র ঈদের কেনাকাটা।ইতিমধ্যে কচুয়ার স্বনামধন্য ঐতিহ্যবাহী তালুকদার সুপার মার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটায় । ঈদের কেনাকাটা উপলক্ষে উপচেপড়া ভিড় লক্ষা করা গেছে। প্রতিবছরের ন্যায় ছেলেদের তুলনায় মেয়েদের নিত্যনতুন পোশাকের বাহার স্থান পেয়েছে দোকানগুলোতে। প্রিয়জনদের নতুন পোশাক কিনে দেবার জন্য মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছে ক্রেতাগন। ভারতীয় বাংলা জলসা নাটকের অভিনয় শিপ্লীদের পরিহিত বিভিন্ন পোশাকের প্রতি মেয়ে ক্রেতাদের দৃষ্টি।এবার ক্রেতাদের চাহিদা বেশি-ফ্লোর টার্স,কথা ড্রেস,কিরনমালার দিকে। প্রিয়জনদের চাহিদানুযায়ী এধরনের ড্রেসগুলো কিনে দিতে সাধারন অভিভাবকদের ক্রেতাদের হিমসিম খেতে হচ্ছে ।তারপরও বছরের বড় উৎসব বলে সবাই প্রিয়জনদের পছন্দের পোষাক কিনে দিতে মার্কেটগুলোতে উপছে পড়া ভিড়। তালুকদার সুপার মার্কেটের দোকানদার আলামিন তালুকদার জানান-গতবছরের তুলানায় এবার বাহারি বিভিন্ন ডিজাইনের পোশাক রয়েছে ফলে ক্রেতাগনের চাহিদানুযায়ি পোষাক কিনতে অসুবিধা হচ্ছেনা । মমতাজ টাওয়ার,মক্কা,মদিনা,জনাতা,করিম প্লাজায়ও ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে ।
কচুয়া : কালুকদার সুপার মার্কেটের ক্রেতাদের একাংশ
Leave a Reply