চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় বোরহান উদ্দিন (২০) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ ।
বুধবার(১জুলাই ) রাতে অভিযান চালিয়ে উপজেলার লগড্ডা গ্রামের একটি মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বোরহান উদ্দিন ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে চান্দিনা উপজেলার সক্রিয় শিবির কর্মী বলে জানায় পুলিশ।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) রসূল আহমদ নিজামী জানায় , ২জুন ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামিরা আদালতে ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছে সেই মোতাবেক বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
জবানবন্দিতে দেওয়া তথ্যেও ভিত্তিতে বুধবার রাতে থানার উপ- পরিদর্শক (এস আই ) নরুল ইসলাম অভিযান চালিয়ে বোরহান উদ্দিনকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে আটক করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
২জুন রাতে চট্রগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা করে জামায়েত-শিবির কর্মীরা। ওই ঘটনায় সাতজন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ১০ জন গ্রেফতার করা হয়েছে।]
Leave a Reply