কচুয়ায় নিখোঁজের তিনদিন পর মিলন (১২)নামে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্বার করেছে থানা পুলিশ। ২ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের তাজুল ইসলামের ছেলে মিলনের লাশ ইসলামপুর কাচা রাস্তা সংলগ্ন ডিপ টিউবওয়েলের পূর্ব পাশে ধইঞ্চা ক্ষেত থেকে পুলিশ উদ্বার করে।সরেজমিনে জানাযায় বুধবার হত্যা কান্ডের ঘটনাস্থলে একই গ্রামের হালিমের ছেলে শামীম (১৮) সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার দুই সহযোগী আবুল বাসারের ছেলে রাব্বি(১৮), নুরুউদ্দিন সোহাগ(১৮)সহ মিলনকে পূর্ব সুত্রতার জেরধরে হত্যা করে ধইঞ্ছা ক্ষেতে ফেলে রাখার কথা শিকার করে।স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে তাদেরকে গ্রেফতার করে তার কথামত ধইঞ্ছা ক্ষেত থেকে মিলনের মৃত দেহ উদ্বার করে থানায় নিয়ে আসে।
মিলন ওই এলাকার চাপাতলী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীতে পড়ত । ২৯ জুন সোমবার দুপুরে মিলন নিখোঁজ হয়। ৩০জুন তার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। ২ জুলাই মিলনের ভাই রিপন বাদী হয়ে উল্লোখিত তিনজনকে বিবাদী করে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা নং ০২- তারিখ-০২.০৭.২০১৫ইং।এদিকে সংবাদ পেয়ে ২ জুলাই বৃহস্পতিবার চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে।
য়া মাদ্রাসা ছাত্র মিলন হত্যা মামলার আসামী গ্রেফতারকৃত-শামীম,সোহাগ,রাব্বি।
Leave a Reply