কচুয়া পৌরসভার ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেট ১ জুলাই বুধবার ঘোষনা করা হয়েছে পৌরসভা মিলনায়তনে মেয়র হুমায়ুন কবীর প্রধান বাজেট ঘোষনা করেন। নতুন অর্থ বছরের বাজেটে রাজন্ব আয় ধরা হয়েছে ২,৭৬,৪১,১৭৮.০০টাকা, ব্যয় ২,৭২,৯৫,০০০.০০টাকা এবং উদ্বৃত্ত ৩,৪৬,১৭৮.০০টাকা । বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার, মহিলা কাউন্সিলর গাজী শাহিন, প্যানেল মেয়র নাজমুল হক আক্তার, বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব ফখরুল ইসলাম, কাউন্সিলর ইলিয়াস মিয়াজি, ঈদ্রিস আলম বেপারী, দুলাল মোল্লা, মোঃ শাহজাহান মজুমদার, আঃ মান্নান, কামাল হোসেন অন্তর, মহিলা কাউন্সিলর খুরশিদা বেগম, পারুল আক্তার, উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, হিসাব রক্ষক ইমাম হোসেন পিন্টু, কর নির্ধারক মহসিন, ইন্সপেকটর মনির গাজী, ট্যাক্স আদায়কারী শিতল চন্দ্র ভোমিক, কচুয়ায় সোস্যাল ইসলামী ব্যাংকের সমাজ সেবায় রোযা ও ক্যাশ ওয়াক্ফের ভ’মিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১ জুন বুধবার তালুকদার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংকের কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । ক্যাশ ওয়াক্ফের উপর আলোচনা করেন প্রধান আলোচক নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওঃ মোঃ নুরুজ্জামান।ব্যাংকের শাখা ব্যব¯া’পক মোঃ মোশারাফ হোসেন ভুইয়ার সভাপ্রধানে ও ম্যানাজার অপারেশন মাহবুব আলমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাকির হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্যাহ চৌধুরী,কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উজানী মাদ্রাসার সাইখুল হাদিস শিক্ষা সচিব মাওঃ আঃ রহমান,অফিস সহকারি নওশের আলম নসু
এলাকার সূধীজন উপস্থিত ছিলেন ।
Leave a Reply