কচুয়া পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি আলমখান (৫০) ক্যান্সার আক্রান্ত হয়ে ২৮জুন শনিবার রাত ৯টায় নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………. রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে,২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২৯ জুন রবিবার সকালে কোয়াচাঁদপুর ঈদগাহ মাঠে জানাযা শেষে পৌরসভার কোয়াচাঁদপুর খান বাড়ির পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন মাওঃ সোলাইমান এবং জানাযা শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মোস্তাফা আনোয়ারি। মৃত্যুর সংবাদ পেয়ে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ছুটে যান,পরিবারের লোকজনকে শান্তনা দেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। কাদলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাঈনউদ্দিন মজুমদার মানিক,উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মজিবুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব প্রধান, সাধারন সম্পাদক আবুল হাসানাত মাস্টার,সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ মান্নান ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদারসহ এলাকর সর্বস্থরের জনগন জানাযা অংশগ্রহন করেন।মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,উপজেলা আওয়ামী লীগের সভপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক,সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন প্রমূখ।
কচুয়াঃ কচুয়া আওয়ামী লীগ নেতা আলম খানের জানাযার একাংশ ইনসেটে আলম খানের ফাইল ছবি ।
Leave a Reply