ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দারুণ নৈপুণ্যের জন্যে ফের শীর্ষে উঠলেন সাকিব। এই তিন ম্যাচে ৬১.৫০ গড়ে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১২৩ রান করেন তিনি। এর মধ্যে আছে দুটি অর্ধশতক। আর বল হাতে ৯৯ রান খরচায় ৩ উইকেট নেন এই স্পিনার।
ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজটি ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। এটাই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।টের র্যাঙ্কিংয়েই শীর্ষে থাকলেন বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।গত মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হওয়া বিশ্বকাপের আগে শেষবার ক্রিকেটের তিন সংস্করণেই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। বিশ্বকাপের পর ওয়ানডের শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন তিনি।
শীর্ষস্থান পুনরুদ্ধার করতে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানকে পেছনে ফেলেন সাকিব। এই সংস্করণের ক্রিকেটের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তার বর্তমান রেটিং পয়েন্ট ৪০৮।
Leave a Reply