কচুয়ায় স্থানীয় জনগন ডাকাতিকালে দই ডাকাতকে আটক করে। গতকাল রোববার ভোররাতে পৌরসভার কুঠিয়া লক্ষীপুর গ্রামের ইসমাইল মেম্বার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। জানােেগছে প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে গেলে ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে পড়ে।ডাকাতদল দুলালের স্ত্রী লায়লি বেগম ও তার কন্যা আকলিমা বেগমকে দাও দিয়ে কুপিয়ে আহত করে মালমাল নিয়ে চলে যাবার সময় ডাকচিৎকারে পাশ্বেবর্তী লোকজন ছুটে এসে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করে, বাকি ডাকাতরা মালামাল নিয়ে পালিয়ে যায় ।আটককৃত দুই ডাকাতকে পুলিশে সোর্পাদ করা হয়।আহত লায়লি ও আকলিমা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা হলো কুমিল্ল্ াসদর দক্ষিনের উচপুদুয়া গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে জাহাঙ্গীর(২৫) ও পূর্বঅশোকতলা গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল হাসেম(২৩)। গ্রেফকাতারকৃত দুই ডাকাতকে ডাকাতি মামলায় গতকাল রোববার জেলহাজতে প্রেরন করা হয়।গ্রেফতারকৃত ডাকাত জাহাঙ্গীর জানান-লালমাই এলাকার ডাকাত সর্দার কালামের নেতৃত্বে আমরা চারজন এই গ্রামে ডাকাতির আসছি। গ্রেফকাতারকৃত দুই ডাকাতকে ডাকাতি মামলায় জেলহাজতে প্রেরন করা হয়।
কচুয়াঃ গ্রেফতারকৃত দুই ডাকাত ।
Leave a Reply