রাস্তা ও বাজারের গলির পাশে অবৈধভাবে গড়ে উঠা দোকান সরিয়ে দিবার লক্ষে উচ্ছেদ অভিযান করা হয়েছে ।গতকাল শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জিয়া আহমেদ সুমন অভিযান পরিচালনা করেন।এ সময় তিনি ৯টি প্রতিষ্ঠানকে চারশত টাকা করে তিন হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করেন।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইবরাহীম খলিল,পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর,পূজা উদযাপন কমিটির সভাপতি ফনীভুষন মজুমদার তাপু প্রমূখ
অভিযানের সময় বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারন জানান স্থানীয় ইজারাদারের সহযোগীতায় একটি মহল রাস্তায় দোকান তুলে ক্ষুদ্র ব্যবসয়ীদের নিকট অস্থায়ী ঘর ভাড়া দিয়ে আসছে ।ফলে জনচলাচলের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে । বাজারকে ক্রেতামুখী করতে এ সমস্থ অস্থায়ী স্থাপনা ভেঙ্গে দেওয়া দরকার
কচুয়া : উচ্ছেদ অভিযানের একাংশ
Leave a Reply