কচুয়া প্রেসক্লাবের নির্বাচন ২০১৪ উপলক্ষে দেওয়ানি মামলাটি বিকল্প পদ্বতিতে নিস্পত্তি করার লক্ষে কমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।১০জুন বুধবার বিকালে চাঁদপুর জেলা আইনজীবি সমিতি ভবনে এ সংক্রান্ত বৈঠক হয়। বিজ্ঞ সহকারি জজ আদালত কচুয়া চাঁদপুর জেলা জজ কের্টের সিনিয়র আইনজীবি মোবারক হোসেনকে কমিশনার হিসাবে নিয়োগ দান করেন। এ সময় আইনজীবি মোবারক হোসেন বিবাদী পক্ষের আইনজীবি অ্যাড.রুমানা আক্তারের প্রতিনিধি,বিবিাদী কচুয়া প্রেসক্লাব নির্বাচনের প্রিসাইডিং অফিসার পরিসংখ্যান কর্মকর্তা আবিদ মিয়া ,বাদী পক্ষের আইনজীবি ্আ্যাড .হেলাল উদ্দিন, আ্যাড .রেজাউল করিম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার মামলাটি বিকল্প পদ্বতিতে নিস্পত্তি করার লক্ষে মতামত ব্যক্ত করেন।এসময় কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিবুল হাসান উপস্থিত থেকে মতমত ব্যক্ত করেন। মামলাটি বিকল্প পদ্বতিতে নিস্পত্তি করার জন্য ১৫ জুনের মধ্যে পুনরায় বিবেচনা করে মতামত জানানের পরামর্শ প্রদান করতে অনুরোধ জানান কমিশনার জজ কের্টের সিনিয়র আইনজীবি মোবারক হোসেন ।প্রসংগত কচুয়া প্রেসক্লাবের নির্বাচন ২০১৪ উপলক্ষে প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ দিয়ে তফসিল ঘোষনা করেন।২৪ আগষ্ট,১৪ইং তিনি বিজ্ঞপ্তি দ্বারা নির্বাচনী সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করেন।
Leave a Reply