1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

কচুয়ায় নকল প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ১১ জনের ছয় মাসের জেল

  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৭৭৫ বার পড়া হয়েছে

kachua photo-1কচুয়ায় নকল প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ১১ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের  বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ৯ জুন মঙ্গলবার রাতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইবরাহিম খলিলের নেতৃত্বে এসআই নাছির অভিযান চালিয়ে পৌরসভার বালিয়াতলি গ্রামের পশ্চিম পাড়া হাজী আব্দুর রহমানের বাসা থেকে নকল প্রসাধনী সামগ্রীসহ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জুগীচা গ্রামের হাবীবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন(১৮),মিন্টুর ছেলে জুয়েল (১৮),রিয়াজ আলীর ছেলে জিয়াউর রহমান (৪০),সাহাব উদ্দিনের ছেলে তুহিন (১৮),রমজান সরদারের ছেলে পিন্টু (৩৮),হাছান মোল্লার ছেলে বিল¬াল (২৭), সোহরাব খন্দকারের ছেলে মেসবাহ (২৫),খদ্দেবন গ্রামের  ছিদ্দিক শেখের ছেলে মামুনুর রশিদ শেখ (২২), রাজ্জাক শেখের ছেলে রেজাউল শেখ (২৩),এলংগি পাড়া গ্রামের কাদের শেখের ছেলে নায়েব আলী (২৫) ও জামাল শেখের ছেলে কাবিল (১৮) কে গ্রেফতার করে ও প্রায় দেড় লক্ষ্য টাকার মালামাল উদ্বার করা করে কচুয়া থানা পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া আহমদ সুমন বি.এস.টি.আই এর অনুমোদন ছাড়া প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ১০ জুন বুধবার সবাইকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার