মোদি সফরের ২য় ও শেষ দিনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন এবং প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
/>/>>রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা করার জন্য সেখানে যান তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা শেষে তিনি ঢাকার রামকৃষ্ণ মিশন পরিদর্শন করবেন । পরে বারিধারার কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরির উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মোদি।
বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে তার।
সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে জনবক্তৃতা দেবেন নরেন্দ্র মোদি। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত এ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর নিজ দেশে ফেরার উদ্দেশে যাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
শনিবার সকাল ১০টা ১০ মিনিটে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Leave a Reply