নিজস্ব সংবাদদাতা ॥
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন রাষ্ট্র সকল মানুষের কল্যান সাধনের মাধ্যমে মানুষকে সমঅধিকার নিয়ে বসবাস করার সুযোগ রাখে ।বর্তমান সরকার উন্নত শিক্ষা ও স্বাস্থ্য সেবার মাধ্যমে সকল মানুষকে উন্নত জীবন যাপনের সুযোগ করে দিয়েছে। তাই প্রতিটি ইউনিয়নে কমিনিউটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে সাধারন মানুষের স্বাস্থ সেবা নিশ্চিত করেছে। ফলে উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ৭০ বছর ।সরকার প্রাথমিক পর্যায়ে সকল শিশুর স্কুলে পড়ার সুযোগ করে দিয়েছে। পর্যায়েক্রমে সকল প্রাথমিক বিদ্যালয়ের ভবন পাকাকরন করা হবে। দেশ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃতে এখন এগিয়ে যাচ্ছে ।তাই সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে সম্মলিতভাবে সকলে সহযোগীতা করার আহবান জানান।তিনি ২৩ মে শনিবার কচুয়া উপজেলার ৪৩নং উজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উত্তর ইউনিয়ন চেয়ারম্যান বাসেদুজ্জামান বাচ্চু সরকারের সভাপ্রধানে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেলের প্ররিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরা হোসেন চৌধুরী সোহাগ,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,সদস্য আবুল খায়ের মাস্টার,আহসান হাবীব প্রানজল,জাফরুল হাসান খোকন,শাহহজাহান মাস্টার,কাজী জহিরুল ইসলাম টগর,কাজী জাহাঙ্গীর হোসেন,উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন,সদস্য আবু সাইদ খান,ইউনিয়ন যুবলীগের সভাপতি দুলাল খান,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার,সহ-সভাপতি ফখরুল ইসলাম,সোহেল মিয়াজী,সেলিম মাস্টার প্রমূখ।
কচুয়াঃ নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির ব্ক্তব্য রাখছেন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply