ফরহাদ চৌধুরী॥ ধর্মীয় অনুশাসনের মাধ্যমে অন্যায় থেকে দূরে থাকা সম্ভাব, এই পবিত্র শবে মেরাজে উপলেক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করায় আপনাদেরকে ধন্যবাদ জানাই। কচুয়ার সকল উন্নায়মুলক কর্ম কান্ডে সব সময় আমার সহযোগিতা থাকবে। ১৬মে শনিবার বাদ আছর রহিমানগর উত্তর বাজার জামে মসজিদে পবিত্র শবে মেরাজ উপলক্ষে তাফসীরুল কোনআন মাহফিলে যুক্তরাষ্ট্রের বোষ্টন থেকে টেলিকনফারেন্সে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক মাওয়ালানা ফখরুদ্দিন ছাহেবের পরিচালানায় কচুয়া উপজেলার ভাইচ চেয়াম্যান এডভোকেট হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসাবে ব্ক্তব্য রাখেন। তিনি উত্তর বাজার জামে মসজিদের জন্য দুই সেট কারফেট ও নগদ পাচঁ হাজার টাকা প্রদান করেন এবং রহিমানগর বাজারের বিদ্যুৎ লোড সেডিং এর অভাব দুরীকরণে জন্য অতি শীঘ্রই উপজেলা পরিষদের মাধ্যমে একটি অত্যাধুনিক সোলার প্যানেল স্থাপন করা হবে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোহট ইউ.পি চেয়ারম্যান মোঃ আমির হোসেন, সমাজ সেবক আব্দুল হাই মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান লিটন, গোহট উত্তর ইউনিয়ন. যুবলীগ সেক্রেটারি মোঃ ওয়াসিম, যুবলীগ নেতা মোঃ সোহাগ, জহির মোল্লা, ১১নং ইউ. পি. ছাত্রলীগ সভাপতি আতাউল করিম রতন প্রমূখ। তাফসীর পেশ করেন অত্র জামে মসজিদের খতিব মোহাম্মদ আবুল হাসেম শাহ্ মিয়াজী।
ছবি ঃ রহিমানগর উত্তর বাজার জামে মসজিদে পবিত্র শবে মেরাজ উপলেক্ষ তাফসীরুল কোনমাফিলে প্রধান অতিথি বক্ত্যব রাখছেন উপজেলা ভাই চেয়ারম্যান এডভোকেট হেলাল উদ্দিন।
Leave a Reply