স্টাফ রিপোর্টার ॥
কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় তিন যুবলীগ নেতার উপর হামলা করেছে বিএনপির দূর্বৃত্তরা। মামলার এজাহার মর্মে জানাগেছে-১২মে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আকানিয়া আইসক্রীম ফ্যাক্টরীরর কাছে জাহাঙ্গীরের চা দোকানে টেলিভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ পরিবেশনের সময় আকানিয়ার বিএনপি নেতা আ:রব প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্নীল কটুক্তি ও অশোভন আচরণ করে। ওই সময় দোকানে বসে থাকা একই গ্রামের ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দিন(৩০) ও সাধরন সম্পাদক আনোয়ার হোসেন(২৭) ঘটনার প্রতিবাদ করলে দু‘পক্ষ সংঘর্ষ জড়িয়ে পরে। এতে যুবলীগ নেতা জয়নালসহ তিনজন গুরুতর আহত হয়।এসময় স্থানীয়রা তিনজনকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরদিন বূধবার সকালে আহতদেরকে তাদের আত্মীয় স্বজন হাসপাতালে দেখতে রওয়ানা হলে আ:রব গ্রুপের লোকজন তাদের উপরও হামলা চালায়। এ ঘটনায় ১৩মে বুধবার আহত যুবলীগ নেতা আনোয়ার হোসেন এজহার নামীয় ১৩ জনকে বিবাদী ও অজ্ঞাত ১৫/২০জনের নামে একটি মামলা দায়ের করে।মামলা নং ৪ ।এদিকে আ: রবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইবরাহিম খলিল জানান-তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
কচুয়াঃ-কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগ নেতা-আনোয়ার হোসেন,জয়নাল,আলাউদ্দিন।
Leave a Reply