নিজস্ব সংবাদদাতা : আলেক্সান্দ্রিয়ার বিখ্যাত সেই বাতিঘর পুনঃনির্মাণ করবে মিসর। এককালে এই বাতিঘর ছিলো প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম।
এ বিষয়ে ব্যাপক গবেষণা সম্পন্ন হয়েছে এবং আলেক্সান্দ্রিয়ার গভর্নর ড. মেস্তাফা আমিনের কাছে একটি চূড়ান্ত নির্মাণ পরিকল্পনা অনুমোদনের জন্য পেশ করা হয়েছে। ড. মোস্তাফা আমিন একটি ব্যক্তিমালিকানাধীন পত্রিকা ইয়োম-৭কে এ তথ্য জানান। ড. মোস্তাফা হলেন মিসরের পুরাতত্ত্ব বিষয়ক সর্বোচ্চ কাউন্সিলের প্রতিনিধি।
খ্রিস্টজন্মের ২৮০ বছর আগে টলেমীয় শাসকদের সময়ে শ্বেত মর্মরে নির্মিত আলেক্সান্দ্রিয়ার বাতিঘরের উচ্চতা ছিলো ১৩৭ মিটার। শত শত বছর ধরে এটিই ছিলো বিশ্বে মানুষের গড়া সর্বোচ্চ স্থাপনার অন্যতম। গ্রিক কবি পসিডিপাসের রচনায় এই বাতিঘরের কথা উল্লেখ করা হয়েছে।
বাতিঘরটি ৯৫৬, ১৩২৩ ও ১৪৮০ সালের ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর ধ্বংসাবশেষ থেকে পাওয়া মর্মর পাথরগুলো কাইত্বে দুর্গ নির্মাণে ব্যবহার করা হয়।
ড. মোস্তাফা জানান, নতুন বাতিঘরের নমুনাটি নির্মাণ করা হবে পুরনো বাতিঘরের স্থানের খুব কাছেই। শত শত বছর ধরে সমুদ্রতলে পড়ে থাকার পর ১৯৯৪ সালে ফরাসী প্রতœতত্ত্ববিদরা আলেক্সান্দ্রিয়ার বাতিঘরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। দ্য টেলিগ্রা
Leave a Reply