কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শনিবার বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালূ ভুইয়া।সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন,বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শাহজালাল প্রধান ।আলোচনা সভায় গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক সোহাগ মিয়ার সভাপতিত্বে সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা সফিকুর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রথম পর্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বাবর,জাতীয় চিকিৎসক ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক সামছূর দোহা নিজাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ দর্জি,যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধূরী,সাংগঠনিক সম্পাদক জিয়াাউর রহমান হাতেম,উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.হেলাল উদ্দিন.মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহীদ,গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিন উদ্দিন, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সালাউদ্দিন ভুইয়া,ছাত্রলীগ সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,যুবলীগ সদস্য শরীফ উল্যাহ,স্চ্ছো সেবক লীগ সাধারন সম্পাদক মোফাচ্ছের খান মায়া,ছাত্রলীগ সিনি: সহ-সভাপতি মাহবুবে রাব্বানী মানিক,সহ-সভাপপিত গোলাম সরোয়ার রুবেল,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ রাসেল,সাবেক ছাত্রলীগ আবু হানিফ সবুজ।সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা নজরুল ইসলাম ।
সম্মেলনে দ্বিতীয় পর্বে কাউন্সিলরের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। ১২৫জন কাউন্সিলরের মধ্যে১২২ ভোট প্রদান করেন । এতে মোঃ মনির হোসেন ৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রার্থী নাসির উদ্দিন রাজু ২৪ পান এবং মোঃ ওয়াসিম ৫১ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন ও তার নিকটতম প্রার্থী মোঃ জামসেদ উদ্দিন ৪১ ভোট পান।
Leave a Reply