1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

শপথ নিলেন ৩ মেয়র

  • আপডেট : বুধবার, ৬ মে, ২০১৫
  • ৮৯৩ বার পড়া হয়েছে

myyorবুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের শপথ পড়ানো হয়।

প্রথমে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম তিন সিটি করপোরেশনের কাউন্সিলরদের শপথ পড়ান।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণের সাঈদ খোকন ও চট্টগ্রামের আ জ ম নাছির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান।

শপথে বলা হয়, “আমি সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।”

কাউন্সিলরা তাদের জন্য নির্দিষ্ট আসনে দাঁড়িয়ে এবং পরে মেয়ররা মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে শপথ পড়েন।শপথের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাইদ খোকন  প্রথমে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।

প্রধানমন্ত্রী এ সময় ঢাকা দক্ষিণের মেয়রের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দেন।

এরপর চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিনও প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক এ সময় পাশে দাঁড়িয়েছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী; বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ; শিল্প মন্ত্রী আমির হোসেন আমু; বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ; কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী; বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন; খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম; পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, হোসেন তৌফিক ইমাম ও ইকবাল সোবহান চৌধুরী; স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ মন্ত্রিসভার সদস্য, সাংসদ, লেখক সৈয়দ শামসুল হকসহ সহস্র নাগরিক কমিটির সদস্য, আনিসুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান ও সাঈদ খোকনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং তিন মেয়রের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনmayor 2

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার