কচুয়া বার্তা ডট .কম : ০৬/০৫/২০
কচুয়া বার্তা ডট .কম: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, যে সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে সেই দলই হলো আসল জাতীয়তাবাদী দল। যে দল সন্ত্রাস করে সে দল জাতীয়তাবাদী দল হতে পারে না।
বিএনপি তাদের জাতীয়তাবাদী দল বলে যে দাবি করে এর কড়া সমালোচনা করে জয় বলেন, যারা যুদ্ধাপরাধীদের হাতে পতাকা দেয়, তারা কী কখনও জাতীয়তাবাদী হতে পারে?
জয় আরও প্রশ্ন রাখেন, যারা একাত্তরে ৩০ লাখ মানুষের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনেছে তারা কী কখনও জাতীয়তাবাদী হয়? যারা দেশকে স্বাধীন করেছেন, দেশের জন্য কাজ করে যাচ্ছেন তারাই আসল জাতীয়তাবাদী শক্তি।
জয় বলেন, জয়বাংলা আওয়ামী লীগের সেøাগান নয়। এটি স্বাধীনতার সেøাগান এবং সমগ্র বাঙালিজাতির সেøাগান। তাই যারা জয় বাংলা বলতে লজ্জা পায় তারা বাঙালি নয়। কিছু লোক জয় বাংলা বলতে লজ্জা পান, কারণ তাদের অন্যরা আওয়ামী লীগ বলবে। এ জন্য তারা জয় বাংলা বলেন না। তবে এটি বাংলাদেশের সেøাগান, স্বাধীনতার সেøাগান।
জয় বলেন, আ.লীগ সরকার কারো কাছে মাথা নত করতে শিখেনি। যুদ্ধপারাধীদের বিচার করতে গিয়ে আন্তর্জাতিক মহল থেকে অনেক চাপ এসেছিল কিন্তু আ.লীগ সরকার সেই চাপে যুদ্ধপরাধীদের বিচার কার্যক্রম থেকে পিছ পা হয়নি। আ.লীগই পারে দেশের ভাবমূর্তি বজায় রাখতে।
রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস ও ষড়যন্ত্র বনাম উন্নয়ন ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।
জয় আরো বলেন, আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন করেছে। আ.লীগ সরকার বিগত পাঁচ বছরে দেশের যে উন্নয়ন করেছে তা কোনো সরকার করতে পারেনি এবং পারবে না। চলতি বছরের প্রথম তিন মাসে বিএনপি দেশে সন্ত্রাসী মূলক কর্মকা- চালায়। পেট্রলবোমা মেরে শিশুদের পুড়িয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নষ্ট করার জন্য বিএনপি অনেক সন্ত্রাসীমূলক কর্মকা- করেছে।
Leave a Reply