নিজস্ব সংবাদদাতা,৪ মে ॥
চাঁদপুরের পুলিশ সুপার মো: আমির জাফর কচুয়া থানার নির্মানাধীন কাজ পরিদর্শন করেছেন। ৪ মে সোমবার বিকেলে তিনি কচুয়া থানার ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন সীমানা প্রাচীর কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। এসময় কচুয়া থানার ওসি মোহাম্মদ ইবরাহিম খলিল জানান- সীমানা প্রাচীরটি নির্মিত হলে থানার নিরাপত্তা আরো জোরদার হবে। দক্ষিণ পাশে নব-নির্মিত দেয়ালের পাশাপাশি একটি কালভার্ট করার পরিকল্পনা রয়েছে। কালভার্টের কাজ সম্পন্ন হলে দক্ষিণ দিক থেকে কচুয়া থানায় সহজেই গাড়ী প্রবেশ করতে পারবে। ফলে জরুরী প্রয়োজনে দ্রুত থানা থেকে যেকোন স্থানে যাওয়া যাবে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম স্বপন, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, কচুয়া থানার এসআই মো: সাদেকুর রহমান, দৈনিক সকালের খবরের কচুয়া সংবাদদাতা ও দৈনিক ইলশেপাড়ের প্রতিনিধি আহসান হাবিব সুমন, দৈনিক আলোকিত চাঁদপুরের কচুয়া প্রতিনিধি আফাজ উদ্দিন মানিক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন শিশির, কচুয়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত লিটন, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রবিন প্রমূখ।
কচুয়া: কচুয়া থানার নির্মানাধীন কাজ পরিদর্শন করছেন- চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর।
Leave a Reply