1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

এক নজরে কচুয়া বার্তা

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০১৫
  • ১০৪৭ বার পড়া হয়েছে

kb 1লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা ।স্ব¦াধীনতার মাসে কচুয়া বার্তার আতœপ্রকাশ ঘটে ২০০৯ ইং সালের ১০ ফেব্রুয়ারী  ডিক্লারেশন প্রদানের মাধ্যমে ।

আমাদের রয়েছে মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের  বিশাল ইতিহাস। স্বাধীনাতার এ মাসে পত্রিকার শুভ যাত্রা।  ৬৪ টি জেলার মধ্যে অন্যতম ইলিশের রাজধানী চাঁদপুর জেলার অন্তর্গত কুল ও কৈ মাছের  জন্য বিখ্যাত কচুয়া উপজেলা ।  রয়েছে বিশ্ব বিখ্যাত  ক্বারী পীরে কামেল মরহুম হযরত মাওলানা ক্বারী ইব্রাহীম (রঃ) এর মত ওলি আওলিয়াদের পদচারনা। আয়তনে.২৪৮ বর্গকিলোমিটারে সাড়ে চার লক্ষ মানুষের বসবাস। ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা ও ২৪৩টি গ্রাম নিয়ে  কচুয়া  উপজেলা। যেখানে শিক্ষিতের হার প্রায় শতকরা ৬০ভাগ। আমাদের রয়েছে গৌরব করার মত মন্ত্রী, একুশে পদকপ্রাপ্ত দেশ বরাণ্য বিখ্যাত ব্যক্তি, সচিব, উপসচিব, ডিসি, শিক্ষাবিদ, রাজনীতিবীদ , কলামিষ্ট, ব্যাবসায়ী যারা বাংলাদেশের উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছে। জাতীয় খবরের পাশাপাশি আমাদের এলাকার খবরগুলি একসাথে একত্রিত করে কচুয়ার মানুষের নিকট পৌছে দিতে ।কচুয়ার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষনের পাশাপাশি সমগ্র ্উপজেলার চিত্র এক পলকে জানার জন্য  ”পাক্ষিক কচুয়া বার্তা”নামে প্রকাশের আতœ প্রকাশ।  যার ধরাবাহিকতায় কচুয়া থেকে প্রকাশিত সরকারি বিজ্ঞাপন তালিকাভুক্ত পত্রিকা কচুয়া বার্তা।  পাক্ষিক কচুয়া বার্তা পত্রিকাটি তৎকালীন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আ.ক. ম. শাহিদুর রহমান ২০০৯ ইং সালের ১০ ফেব্রুয়ারী  ডিক্লারেশন প্রদান করেন। ১ মার্চ ২০০৯ তালুকদার সুপার মার্কেটের ২য় তলায় আনুষ্ঠানিক পথচলা।

kb 2সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.  মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের মোড়ক উম্মোচনের মাধ্যমে কচুয়ার মানুষের হাতে হাতে চলে যায় পাক্ষিক কচুয়া বার্তা । পত্রিকাটি ২১ মার্চ ২০১১ ইং সালে সরকারী বিজ্ঞাপন তালিকাভুক্ত লাভ করে।প্রতিকাটি ২০১২ সাল থেকে প্রতিদিনের সংবাদ জানার জন্যে অনলাইন সংস্করন প্রকাশ করে আসছে । িি.িশধপযঁধনধৎঃধ.পড়স এই ওয়েব সাইটটি বর্তমানে একটি জনপ্রিয় অনলাইন প্রতিকা হিসাবে সুখ্যাতি লাভ করেছে।
পত্রিকাটি কচুয়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিশেষ ভুমিকা রেখে চলছে। পত্রিকাটি সংবাদের পাশাপাশি নারি নির্যাতন,বাল্য বিবাহ ,যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে উপজেলা ব্যাপি  মতবিনিময় করে আসছে । মাদক বাল্য বিবাহ ও যৌন হয়রানী রোধে শিক্ষা মূলক নাটক তৈরী করে ভিডিও  প্রস্তুত করা হয়েছে  যা প্রজেক্টারের  মাধ্যমে  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরত্বপূর্ন স্থানে প্রর্দশন করা হচ্ছে।
আমরা পাঠকের চাহিদার কথা চিন্তা করে খুব সহসায় কচুয়া বার্তা সাপ্তাহিক পত্রিকা হিসাবে চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছি  সে লক্ষ্যে আমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.  মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের পত্রিকার সকল শুভানুধ্যায়ী, সাংবাদিক, বিজ্ঞাপনদাতাসহ উপজেলার সর্বস্থরের জনগনের সার্বিক সহযোগিতা কামনা করছি। প্রতিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮ মার্চ ২০১৫ তারিখে উপজেলার জেএসসি পরীক্ষা বৃত্তি প্রাপ্ত ১৭০ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সম্মননা স্মারক প্রধান করেন । প্রত্রিকার কার্যালয়ঃ তালুকদার সুপার মাকের্টে দ্বিতীয় তলায় অবস্থিত । সম্পাদক ও প্রকাশক মুদ্রকর মোঃ আলমগীর তালুকদার । মোবাইল নাম্বারঃ-০১৯১২৩৯৫৩৩৫

পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৮ মার্চ ২০১৫ তারিখে উপজেলার জেএসসি পরীক্ষা বৃত্তি প্রাপ্ত ১৭০ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সম্মননা স্মারক প্রদান করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার