ফরহাদ চৌধুরী:
কচুয়া লতিফিয়া এনিমিয়া হাফিজিয়া মাদ্রাসার দুই যুগ পুর্তি ও হাফেজ মোঃ মোতালেব মজুমদারের শিক্ষকতার এক যুগ পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী অনুষ্ঠান- ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার রহিমানগর লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সে বা‘দে মাগরিব প্রাক্তন ছাত্র হাফেজ মোঃ আকরাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিšাÍাবিদ ,বহু দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক পীরে কামেল আলহাজ¦ আল্লামা হাফেজ মাওঃ শাহ্ মোঃ মেছবাহুল ইসলাম লতিফী।এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর অগ্রনী ব্যাংেেকর ম্যানাজার মোঃ আবু তাহের,কচুয়া মুক্তিযোদ্বা সংদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া , সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজাহান ,সমাজ সেবক আলহাজ¦ আঃ হাই মুন্সি,মোঃ তোহিদুল ইসলাম খোকা,আলহাজ¦ মিজানুর রহমান,মোঃ রুহুল আমিন মজুমদার,মোঃ শাহাজাহান খান,আলহাজ¦ কবীর আহমেদ, মোঃ আনোয়ার হোসেন মজুমদার প্রমূখ। অনূষ্ঠানের প্রথমে কোরআন তেলোয়াত করেন মোঃ নাহিদুল ইসলাম.হামদে এলাহী জয়নাল আবেদিন,নাতে রাসূল পরিবেশন করেন হাফেজ মোঃ শরীফ উল্যাহ। আলোচনা সভা শেষে দেশের মানুষের কল্যানে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ছবি ঃ কচুয়া রহিমানগর লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সে প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী অনুষ্ঠান ২০১৫ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পীরে কামেল আলহাজ¦ আল্লামা হাফেজ মাওঃ শাহ্ মোঃ মেছবাহুল ইসলাম লতিফী।-ছবিঃ ফরহাদ চৌধুরী:
Leave a Reply