চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে এই আট নম্বর অবস্থান ধরে রাখতে পারলে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ মিলতে পারে মাশরাফি বিন মুর্তজার দলের।
ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৭ সালের ১ থেকে ১৯ জুনে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ সাত দল খেলবে।
৩০ এপ্রিল আইসিসির র্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ হওয়ায় বাংলাদেশ ওপরে উঠে এসেছে।
সাত নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্টও বাংলাদেশের সমান ৮৮। বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলা বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৭। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট কমেছে ৪।
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হারা পাকিস্তান নেমে গেছে নয় নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৮৭। বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়া দলটির রেটিং পয়েন্ট কমেছে ৫।
২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র্যাঙ্কিংয়ের আটের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।
Leave a Reply