নিজস্ব সংবাদদাতা ॥
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া উপজেলার বিতারা ইউপি চেয়ারম্যান ও কেন্দীয় কৃষক লীগের সদস্য ইসহাক সিকদারকে এমপি হিসাবে দেখতে চায় উপজেলা বাসী এ ধরনের পোষ্টার নিয়ে উপজেলা আওয়ামী লীগের আলোচনা ঝড়। ২৪ এপ্রিল শুক্রবার উপজেলা ভিবিন্ন অঞ্চলে এ ধরনের পোষ্টার পরিলক্ষিত হয়। জনৈক শাহীন পাটওয়ারী বঙ্গবন্ধু, প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়ের ছবি দিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীক ব্যবহার করে ইসহাক সিকদারের ছবি ব্যবহার করে রঙ্গিন পোষ্টার সাটানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে।এ দিকে ইউপি চেয়ারম্যান ্ইসহাক সিকদার জানান আমি পাগল নই আমার বংশে এধরনের পাগল নেই, এটি পাগলের প্রলাপ। পরিকপ্লিত ভাবে একটি মহল আমার সাথে আমাদের প্রিয় নেতা কচুয়ার উন্নয়নের রুপকার সাবেক সফল স্বরাষ্ট মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাথে দূরুত্ব সৃষ্টি করার লক্ষে এ হেন ঘৃন্য কাজ করেছে। এটি একটি নেককারজনক ঘটনা আমি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । তিনি আরো বলেন
চাঁদপুরের-১ কচুয়া আসনের এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর মহাদয় আমার পিতার মত যার আর্দশে অনুপ্রেনিত হয়ে আমি আওয়ামী লীগ দলকে ভালবাসি ওনার প্রতিপক্ষ হিসাবে আমাকে দাড় করিয়ে সম্মান ক্ষুন্য করার কৌশল করেছে কুচক্রি মহল।
Leave a Reply