নিজস্ব সংবাদদাতা ॥
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কচুয়া জোনাল অফিসের আওতায় উপজেলার পূর্বসহদেবপুর ইউনিয়নের দোয়াটি গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে । ২৫ এপ্রিল শনিবার দোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই গ্রামের ৫১টি পরিবারের মাঝে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দী খান আলমগীর । এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার,চাঁদপুর পল্লী সমিতির ডিজিএম জাকির হোসেন,ইউপি আওয়ামী লীগের সভাপতি ঈমাম হোসেন সোহাগ,সাধারন সম্পাদক মোঃ ফারুক,উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রাসেল,সাধারন সম্পাদক হাবীব মজুমদার জয়, সদর দক্ষিন ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান প্রমূখ। এছাড়া তিনি একই দিনে উপজেলার কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ এবং ওই গ্রামে জনসভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।
ছবিঃ- কচুয়ায় বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দী খান আলমগীর এমপি।
Leave a Reply