কচুয়া বার্তা.কম : ১৬/০৪/২০১৫
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় উন্নয়নের সব সূচকে বাংলাদেশের এগিয়ে থাকায় বাংলাদেশের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ব্যবসা কেন্দ্র। তবে রাজনৈতিক অস্থিরতা এবং সুশাসনের ঘাটতিকে বাংলাদেশের উন্নয়নে বড় বাধা বলে মনে করেন তিনি। ‘বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করণ’ শীর্ষক একক বক্তৃতায় গতকাল বুধবার একথা বলেন ব্লুম বার্নিকাট। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) মাসিক ভোজসভা উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। অ্যামচেম সভাপতি আফতাব উল ইসলামের সঞ্চালনায় সংগঠনের নির্বাহী পরিচালক এ গফুর স্বাগত বক্তব্য দেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-মার্কিন বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ রয়েছে। দু’দেশের বাণিজ্য এখন বছরে ৬ বিলিয়ন ডলারের ওপরে। এরমধ্যে একা বাংলাদেশ রফতানি করে ৫ বিলিয়ন ডলার। অন্যদিকে এদেশে যুক্তরাষ্ট্রের রফতানির পরিমাণ মাত্র ১ বিলিয়ন ডলার। দু’দেশের বাণিজ্য থেকে এ দেশে অনেক কর্মসংস্থান হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিশেষ করে পোশাক খাতে নারীর কর্মসংস্থান তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে সুযোগ করে দিচ্ছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, মাতৃমৃত্যু, গড় আয়ুসহ সামাজিক বিভিন্ন সূচকে প্রতিবেশী দেশের তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ।
পোশাক খাতে বাংলাদেশের সংস্কার অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, বিশ্বকে জানিয়ে দেয়া দরকার যে, শ্রমিকদের অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশে সৃষ্টিতে বাংলাদেশ অনন্য। উৎপাদনশীলতা বাড়াতে অবকাঠামো এবং মূলধনী পুঁজির সংস্থানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। বাণিজ্য ও বিনিয়োগ ছাড়াও আরো নতুন নতুন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে। এদেশের ব্যবসায়ীদের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে শিখছে।
সঞ্চালনায় অ্যামচেম সভাপতি বলেন, বাংলাদেশ-মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ রয়েছে। তবে এরজন্য সহায়ক পরিবেশ প্রয়োজন। এক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা, সুশাসনের অভাব, আমলাতান্ত্রিক জটিলতা, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা ও অবকাঠামো দুর্বলতাকে বড় বাধা মনে করেন তিনি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমানসহ দু’দেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply