কচুয়া ঃ কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
নিজস্ব প্রতিনিধি ॥
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার পাশাপাশি উপবৃত্তি চালু করেছে। আজকের কৃতী শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে রুপকল্পের ২০২১ বাস্তবায়ন করবে। তিনি ৮ মার্চ রবিবার পাক্ষিক কচুয়া বার্তা পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেএসসি ও জেডিসি পরীক্ষা বৃত্তিপ্রাপ্ত ১৭০জন কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, প্রত্রিকা একটি সামাজিক দর্পন। কচুয়া বার্তা পত্রিকাটি নিয়মিত প্রকাশনার জন্যে সরকারি বিজ্ঞাপন তালিকা ভূক্ত পত্রিকা হিসেবে অনুমোদন লাভ করেছে। বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি গুলো তুলে ধরে আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে। – সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাড. হেলাল উদ্দিনের সভাপ্র্রধানে এবং কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদ সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,অফিসার ইনচার্জ মোহাম্মদ ইবরাহীম খলিল,মুক্তিযোদ্বা সংসদের কমান্ডার জাবের মিয়া, চাঁদপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শাহ্ মোঃ জালাল উদ্দিন চৌধুরী ,যুবলীগের আহ্বায়ক নাজমুল হাসান স্বপন, ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক হাবিব মজুমদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক হাবিব উল্লাহ হাবিব,মুক্তিযোদ্বা আনোয়ার হোসেন সিকদার প্রমূখ আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলার জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন । এছাড়া অনুষ্ঠানের শেষ পর্বে ঝিলমিল সাংস্কৃতিক সংঘের শিল্পীরা মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
Leave a Reply