নিজস্ব প্রতিনিধি ঃ কচুয়া উপজেলার রহিমানগরে অবস্থিত ঐতিহ্যবাহী ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১লা এপ্রিল বুধবার বিকাল ৩টায় রহিমানগর (দঃ) বাজার কলেজ সংলগ্ন ঝিলমিল সাংস্কৃতিক সংঘের মিলনায়তনে কেক কেটে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন প্রধান অতিথি দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা ও সংগঠনের উপদেষ্টা আলমগীর তালুকদার। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ চৌধুরী পরিকল্পনা ও নব নির্বাচিত সাধারন সম্পাদক আহসান হাবীব সুমন এর পরিচালনায় এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা শ্যামপদ শীল,শেখ মজিবুর রহমান ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মর্নিুজ্জামান, ক্যামব্র্রিয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন মজুমদার, উপদেষ্টা মাষ্টার সেলিম মিয়া, যুবলীগ নেতা জহির মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা হারুনুর রশিদের স্মরণে স্মৃতিচারন শেষে ঝিলমিল সাংস্কৃতিক সংঘের নিয়মিত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং আগামী দুই বৎসর মেয়াদের জন্য নব নির্বাচিত কার্যনিবাহী কমিটির নাম ঘোষনা করা হয়। এতে চতুথর্ মেয়াদের জন্য দৈনিক চাদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি ও কচুয়া বার্তার ষ্টাফ রিপোর্টার ফরহাদ চৌধুরী আবার সংগঠনের সভাপতি নির্বাচিত হন এবং দৈনিক সকালের খবরের উপজেলা সংবাদদাতা ও দৈনিক ইলশেপাড়ের কচুয়া প্রতিনিধি আহসান হাবীব সুমন সাধারন সম্পাদক নির্বাচিত হন ।
কচুয়াঃ কেক কেটে ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply