ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় ্্উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও চাপাতলী লতিফিয়া ফাযিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আ্যড.হেলাল উদ্দিন বলেছেন বড় হওয়ার সপ্ন নিয়ে লেখাপড়া করলে অভিষ্ট লক্ষ অর্জন সম্বভ হবে ।প্রতিযোগীতায় টিকে থাকতে হলে মন দিয়ে লেখা পড়া করতে হবে। শিক্ষার্থীগন অধ্যয়ানের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এ সুযোগ কাজে লাগিয়ে দেশ গঠনে অগ্রনী ভ’মিকা রাখতে হবে। তিনি আরো বলেন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেমগন ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহন করে মহা নবী হযরত মোহাম্মদ (সঃ)আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি ৬ সেপ্টেম্বর উপজেলার চাপাতলী লতিফিয়া ফাযিল মাদ্রাসার আলিম প্রথম বষের্র ছবক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মনিরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোহট(দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন, লতিফিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হাফেজ মাঃ মেছবাহুল ইসলাম লতিফী, কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার,মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য মোঃ বাচ্চু মিয়া প্রধান,সমাজ সেবক ওমর ফারুক।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কহলথূড়ী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাষ্টার,মাসনীগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্যাহ ছাত্র লীগের নেতা মহীউদ্দিন মুন্সি প্রমুখ।আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবাগত আলিম প্রথম বর্ষের ছবক প্রদান করা হয়।
কচুয়া ঃ ২/কচুয়া কৃতি ও নবাগত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি আ্যড.হেলাল উদ্দিনসহ অতিথি বৃন্দ।
Leave a Reply