1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

কচুয়ার বিশিষ্ট জনরা কে কোথায় ঈদের নামাজ আদায় করেছেন

  • আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

20আফাজ উদ্দিন মানিকঃ
ইসলাম ধর্মাম্বলম্বীদের দুটি ঈদের মধ্যে ঈদুল ফিতরের নামাজ অন্যতম। নাড়ীর টানে এবং ধনী গরীব সবার সাথে ঈদের আনন্দকে ভাগাভাগী করে উপভোগ করার লক্ষ্যে কচুয়া উপজেলার বিশিষ্ট জনের অনেকেই নিজ এলাকায় কেউ বা কর্মস্থলে ঈদুল ফিতরের  নামাজ আদায় করেছেন। তথ্যানুযায়ী কয়েকজনের নাম দেয়া হইলঃ
একেএম নাছির উদ্দিন মাহমুদ(সেলিম), আর্ন্তজাতিক অপরাধ ট্র্ইাব্যুনাল ২ এর রেজিষ্টার, তফিরা ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, কচুয়া উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।
সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, গোহাট মিয়া বাড়ী ঈদগাহ মাঠ
কচুয়া থানার অফিসার ইনচার্জ  মোঃ আলমগীর হোসেন মজুমদার, কচুয়া বড় মসজিদ ঈদগাহ মাঠ ।
আলমগীর তালুকদারঃ কচুয়া বার্তার সম্পাদক ও দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা(কচুয়া) মোঃ আলমগীর তালুকার মধুপুর ঈদগাহ মাঠ
শাহাজান তালুকদারঃ কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তালুকদার ট্রেডার্সের স্বত্বাধীকারী   আলহাজ্ব মোঃ শাহাজান তালুকদার মধুপুর ঈদগাহ মাঠ,
ড. আবুল হাছানাত দুলালঃ মৎস্য বিজ্ঞানী ড. আবুল হাছানাত দুলাল উত্তর মনপুরা বায়তুল আমান জামে মসজি দ।
নুরুল আজাদঃ বাতাবাড়ীয়া নুরুল আজাদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল আজাদ চকমোহাম্মদপুর ঈদগহ মাঠ।
এড. হেলাল উদ্দিনঃ কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এড. হেলাল উ্িদ্দন ইসলামপুর ঈদগাহ মাঠ ঈদগাহ মাঠ,
আশেক এলাহী ঃ উজানী ক্বারী ইব্রাহীম (রহঃ) এর বংশধর পীরজাদা পীর হযরত মাওলানা আশেক এলাহী কচুয়া বড় মসজিদ ঈদগাহ মাঠ
মেয়র হুমায়ুন কবির প্রধানঃ  কচুয়া পৌরসভার মেয়র হুমায়ুন কবির প্রধান কচুয়া বড় মসজিদ ঈদগাহ মাঠ।
কমান্ডার আঃ মবিনঃ মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মবিন  ভুঁইয়ারা ্ঈদগাহ মাঠ   জাবের মিয়াঃ মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া আমুজান ঈদগাহ মাঠ
আনোয়ার শিকদারঃ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার লুন্তি বায়তুল আমান জামে মসজিদ
আজিজূল হক প্রধানঃ ইর্ষ্টাণ ব্যাংক লিঃ এর এসিষ্ট্যন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আজিজুল হক প্রধান শ্রীরামপুর ঈদগাহ মাঠ
রফিকুল ইসলাম লালুঃ ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম লালু গুলবাহার ঈদগাহ মাঠ জাহাঙ্গীর আলম প্রধানঃ ১০ নং ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম প্রধান পালগীরি ভূঁইয়া বাড়ী জামে মসজিদ
আমিনুল ইসলাম মালেকঃ ৯ নং কড়ইয়া ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম মালেক সাহেদাপুর পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ
ডাঃ আব্দুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালক মোঃ আব্দুল হাই উত্তর মনপুরা বায়তুল আমান জামে মসজিদ
ওসমান গনি মোল্লাঃ সাচচর  ইউপি চেয়ারম্যান মোঃ ওসমান গনি মোল্লা রাগদৈল ঈদগাহ মাঠ
জহিরুল ইসলাম ঃ পাথৈর ইউপি চেয়ার ম্যান মোঃ জহিরুল ইসলাম আটোমোড় ঈদগাহ মাঠ
আমির হোসেনঃ ১১নং ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন গোবিন্দপুর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।
মিজান পাঠানঃ ৭নং ইউপি চেয়ারম্যান মোঃ মিজানূর রহমান পাঠান আকানিয়া ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।
ডাঃ জাহাঙ্গীর আলমঃ হোমিও বোর্ডের রেজিষ্টার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম উজানী ঈদগাহ ঈদগাহ মাঠ
বাসেদুজ্জামান বাচ্চু সরকারঃ ৬ নং ইউপি চেয়ারম্যান বাসেদুজ্জামান বাচ্চু সরকার তেতৈয়া ঈদগাহ মাঠ

Place-Change

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার