মতলব দক্ষিণ উপজেলার বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের নাগদা এলাকার নীর্মাণাধীন ব্রিজের সংযোগ সড়কের বেইলী ব্রিজ দিয়ে অতিরিক্ত মালবাহী ট্রাক যাওয়ার সময় বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক খাদে পড়ে গেলে গতকাল শুক্রবার সকাল থেকেই মতলবের সাথে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার যাত্রীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টায় বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের নাগদা এলাকার নির্মাণাধীন ব্রিজের সংযোগ সড়কের বেইলী ব্রিজে ঢাকা থেকে মতলব আসার পথে মদিনা গ্র“পের টাইগার সিমেন্ট ভর্তি অতিরিক্ত (৪০টন) ট্রাকটি বেইলী ব্রিজে ওঠার সাথে সাথেই এটি ভেঙ্গে পড়ে। ফলে মতলবের সাথে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে মতলব-ঢাকা, মতলব-চাঁদপুর, লক্ষ্মীপুর, রায়পুরসহ বিভিন্ন এলাকার যাত্রীরা ভোগান্তিতে পড়ে। ব্রিজের দু’পাড়ে লম্বা যানজটের সৃষ্টি হয়। এদিকে ওই দিন বিকেল ট্রাকটি ক্রেন দিয়ে তোলার চেষ্টা করা হয়। ব্রিজ মেরামত না হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
সওজ কর্তৃপক্ষ জানান, ১০ টন ওজন ধারণ বিকল্প বেইলির ব্রিজটিতে ৪০ টন মাল নিয়ে ওঠার কারণে ট্রাকসহ মালামাল আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন জানান, ৪০ টন মালসহ ট্রাকটিকে ক্রেনে টেনে তোলা হয়েছে। রাতেই মেরামতের কাজ শুরু হবে। আজ বিকেল নাগাদ যান চলাচল করতে পারবে।
Leave a Reply