কচুয়ার আটমোড় গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে নগদ অর্থসহ ৩টি পরিবারের প্রায় ৭ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করে। আগুন নেভাতে গিয়ে ১০জন আহত হয়েছেন। এরা হচ্ছেন : একই গ্রামের আবু তাহের (৪২), আঃ খালেক (৭৫), বিল্লাল হোসেন (৩০), লিটন (৩২), মনু মিয়া (৩৫), রাসেল (৩২), মাসুদ (৩৮), সেলিনা বেগম (৩৫) ও শেখ মজিব (৪৮)। আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার বিকেলে আটমোড় গ্রামের শেখ মজিবের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে এই বাড়ির মৃত সাইজ উদ্দিনের পুত্র শেখ মজিবের ১টি বসতঘর, ১টি গোয়ালঘর, ১টি রান্নাঘর, ২টি গরু, মূল্যবান দলিলপত্র, আসবাবপত্র, স্বর্ণ-গহনা ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকাসহ পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া একই বাড়ির হাফিজ মিয়ার পুত্র কাউছার ও জাকিরের ২টি রান্নাঘর পুড়ে মালামালসহ প্রায় ১ লাখ টাকা ক্ষতিসাধন হয়। এদিকে অগ্নিকাণ্ডে নিরীহ শেখ মজিব সব কিছু হারিয়ে এনজিও থেকে ঋণ নিয়ে বৃদ্ধ মা, স্ত্রী-সন্তানদের নিয়ে প্রায় পথে বসেছে।
Leave a Reply