ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং ব্যাংকের অফিসার মোঃ মাসুম বিল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কুমিল্লা জোন মোহাম্মদ জালাল উদ্দিন আকবর। বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া, কুমিল্লা জোনাল অফিসার (আরডিএস) মোঃ নাছির উদ্দিন, ২নং পাথৈর ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, রেনেসাঁ মেডিকেল সেন্টারের পরিচালক মহিউদ্দিন মজুমদার, ডাঃ ফেরদৌসি আক্তার ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম শিকদার। বক্তব্য রাখেন ইউনিট অফিসার বোরহান উদ্দিন, গ্রাহক কোহিনুর আক্তার প্রমুখ। পরে ১৫০জন অসহায় রোগীর ফ্রি চিকিৎসা দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জালাল উদ্দিন আকবর বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে এ ব্যাংক আরডিএস প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি, ত্রাণ পুনর্বাসন ও পরিবেশ সংরক্ষণের উপর কাজ করে যাচ্ছে। বিশ্বের মধ্যে এ ব্যাংক সেবার মানের দিক থেকে প্রথম স্থানে রয়েছে। এ ব্যাংক আমাদের ব্যাংক, এ ব্যাংক সকলের ব্যাংক; এ কথা ভেবেই ব্যাংকিং কার্যক্রমে এগিয়ে আসতে হবে।
Leave a Reply