মালয়েশিয়া থেকে সাইফুল ইসলাম রনি ॥
অনেক দিন ধরেই সমালোচিত হচ্ছে যে লাভের কারনেই বাংলাদেশ থেকে ১৫ লাক্ষ শ্রমিক আনতে যাচ্ছ মালয়েশিয়া সরকার। তার কঠোর জবাব দিলেন মালয়েশিয়ার উপ- প্রধানমন্ত্রী ও সরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত “জাহিদ হামিদি”। সম্প্রতি মালয়েশিয়ার সংসদে বাজেট অধিবেশন আলোচনায় এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন যে, শুধু লাভের আশায় নয় মালয়েশিয়া অবস্থিত অন্যান্য দেশের শ্রমিকদের চাইতে বাংলাদেশী শ্রমিকরা সত্য এবং বিশ্বস্থ ,তাদের কে দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালানো যায়। তিনি উদাহরন সরূপ বলেন ,বাংলাদেশি শ্রমিকদেরকে ক্যাশ কাউন্টার এবং পেট্রল স্ট্রোশনে বসিয়ে চিন্তা মুক্ত থাকা যায়, যা অন্যান্য দেশের শ্রমিকদের কাছে যা আশা করা যায় না। বিভিন্ন কম্পানি বাংলাদেশী শ্রমিক নিতে আগ্রহী এবং তারা বাংলাদেশী শ্রমিকদের জন্য সরকারের কাছে আবেদন করেছেন। সরকার বাংলাদেশ থাকে আগামী ৩ বছরে ১৫ লাক্ষ শ্রমিক আনতে সিদ্ধান্ত নিয়েছে। তবে তা এখনো ফলপ্রসূ হয় নাই। আগে মালয়েশিয়া অবস্থিত সকল অবৈধ শ্রমিক কে তাদের দেশে ফেরত পাঠানো হবে। তার পরেই বাংলাদেশ থেকে শ্রমিক আনা হবে। এসময় তিনি বলেন বাংলাদেশ থেকে শ্রমিক আনার আগে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আনতে হবে এবং মালয়েশিয়া সম্পর্কে তাদের ভাল ধারনা থাকতে হবে, তাহলে অতীতের মত শ্রমিকরা শোষিত হবে না।
Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/kachuaba/public_html/wp-includes/class-wp-comment-query.php on line 399