কচুয়ায় আওয়ামী লীগ নেতা একেএম তোফাজ্জল হোসেন মুন্সির দাফন সম্পন্ন
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও ষ্ট্যাম্প ভেন্ডার এ কে এম তোফাজ্জল হোসেন মুন্সী (৫৫) বুধবার সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।৩১ জানুয়ারী শুক্রবার সকাল নয়টায় কচুয়া কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে উক্ত মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান কাসেমীর ইমামতিতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ভেন্ডার সমিতির সাধারন সম্পাদক মো. সুমন মিয়া,কচুয়া ভেন্ডার সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম শোভন,কচুয়া দলিল লেখক সমিতির সভাপতি ও পৌর বিএনপির আহবায়ক মো.হাবিব উল্লাহ হাবিব,জামায়াত নেতা মো. আ: কুদ্দুছ মিয়া,দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মো.আবু তাহের প্রধান,কচুয়া পৌর বিএনপির (একাংশ) মো. বিল্লাল হোসেন মজুমদার ,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ: জাব্বার বাহার,মরহুমের বড় ভাই মো.আফজাল হোসেন মুন্সি,ছেলে মো. ইউসুফ বাবু ।
জানাজা শেষে পৌরসভাধীন পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে মরহুমের লাশ দাপন করা হয়।
বিশিষ্টজনদের মধ্যে জানাজায় অংশ গ্রহন করেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো.শহীদ উল্লাহ মজুমদার বিএসসি,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.এমদাদ উল্যাহ,কচুয়া বার্তার সম্পাদক মো.আলমগীর তালুকদার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান পাঠান,উপজেলা বিএনপির (একাংশ) যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মো. নওশের আলমসহ আরো অনেকে।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির,যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।
Leave a Reply