তিন নেতার আগমনে কচুয়ার রাজনীতির মাঠ সরগরম ॥ বিভক্ত উপজেলার শীর্ষস্থানীয় নেতারা
নিজস্ব প্রতিনিধি॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়ায় আওয়ামী লীগের ৩ নেতার আগমনে রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যৌথ মনোনয়নপ্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মো. গোলাম হোসেন শনিবার (৮ জুলাই) কচুয়ায় দিনব্যাপী রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এবং একই দিনে তিন নেতার পৃথক পৃথক কর্মসূচীতে কচুয়ার রাজনৈতিক মাঠে উত্তেজনা বিরাজ করছে।আওয়ামী লীগের প্রবীন একাধিক নেতা কর্মী জনান এসব কর্মসূচীকে ঘিরে স্টষ্টতই তিন গ্রুপে বিভক্ত হয়ে পরেছে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা।
তৃণমূল আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মী জানান উপজেলার শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ৩ গ্রুপে বিভক্ত হয়ে পরেছে।
আরেক নেতা বলেন এ গ্রুপিং এর কারনে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকান্ড প্রসারিত হচ্ছে। নেতা কর্মীগন দলীয় কর্মকান্ডে সম্পৃক্ত হচ্ছে। দলীয় মনোনয়ন ঘোষনা হলে রাজনৈতিক এ বিভক্তি আর থাকবেনা। সবাই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে।
ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, উপজেলা আওয়মী লীগের মহিলা বিষয়ক রওনক আরা রতœা, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, সাধারন সম্পাদক ইকবাল আজীজ শাহীন, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান সালাম সওদাগর , উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা ফারভীন, যুবলীগ নেতা গাজী কামাল ও গাজী ফারুক, ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল অংশ গ্রহন করে আসছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক ড. সেলিম মাহমুদ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়,এম আখতার হোসাইন ,ইসহাক সিকদার,রেজাউল মাৗরা হেলাল ,মো: মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দীন সরকার প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনের যৌথ মনোনয়ন প্রাপ্ত সাবেক প্রভাবশালী আমলা এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের সমর্থনে বিভিন্ন কর্মসূচীতে , উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জব্বার বাহার ও বাতেন সরকার, কচুয়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর শরীফ আহমেদ মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি প্রমূখরা অংশ গ্রহন করে আসছে।
শনিবার সকাল ১০টায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের গনসংযোগ , দুপুর ১২টায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ, বিকাল ৩টায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। পরদিন রবিবার সকাল ১১ টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন ।
এদিকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ সকাল ১০টায় কচুয়া উত্তর ইউনিয়নের ১৪৯নং জলা তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। বিকাল ৩টায় পূর্ব বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তাছাড়া একই দিন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ¦ মো. গোলাম হোসেন বিকেল ৩টায় শ্রীরামপুরে মতবিনিময়, ৪টায় ডুমুরিয়ায় গনসংযোগ, সাড়ে ৪টায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে নলুয়া বাজারে মতবিনিময় সভা, সাড়ে ৫টায় মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
এদিকে ৩ নেতার এ আগমনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বেশ সংগঠিত মনে হয়েছে। ৩ নেতার অনুষ্ঠানকে বাস্তবায়ন করতে স্ব স্ব গ্রুপের নেতা কর্মীগন ব্যস্ততার মধ্যে রয়েছে। প্রবীন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন বলেন একই দিনে ৩ নেতার আগমনে দলীয় নেতা কর্মীদের বিভাজন স্পষ্ট হয়ে দেখা দিয়েছে।
ছবি: ড. মহীউদ্দীন খান আলমগীর, ড. সেলিম মাহমুদ ও গোলাম হোসেন।
Leave a Reply