1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ অপরাহ্ন

১৬মাস ১০ দিন পর কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান পুনর্বহাল

  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৯২৩ বার পড়া হয়েছে
বি ঃ জামিনে মুক্তিলাভের পর শাহজাহান শিশির কচুয়ার অভিভাবক সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির সাথে ।

কচুয়া উপজেলা পরিষদের দুবারের বিপুল ভেটে নির্বাচিত চেয়ারমান সাবেক ঢাবি’র ছাত্রনেতা মো: শাহজাহান শিশির দুইবারে ৬ মাস ০৮ দিন কারাবরনের মুক্তিলাভ করে উপজেলা চেয়ারম্যান পদে পুনর্বহাল । ২ ডিসেম্বর বৃহস্পতিবার মহামান্য রাস্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শাছুল হক স্বাক্ষরিত পত্রে কচুয়া উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহানকে সাময়িক বরখাস্তকরনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (রিট পিটিশন নং ৫৮৯২/২০২০) দায়ের করেন। সেপ্রেক্ষিতে মাননীয় হাইকোর্ট বিভাগ ২৩/০৭/২০২০ তারিখের সাময়িক বরখাস্তের আদেশটি বেআইনি ও অকার্যকর ঘোষনা করে রায় প্রদান করেন। সেহেতু সরকার জনস্বার্থে মো: শাহজাহানকে উপজেলা চেয়ারম্যান পদে পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহন করেছে। এমতাবস্থায় উপজেলা পরিষদ আইন ১৯৯৮ অনুযায়ী কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহানকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত ২৩/৭/২০২০ তারিখের ২৯৯নং স্মারকের আদেশটি বাতিল করা হলো এবং তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হলো। এক প্রতিক্রিয়ায় উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির বলেন মহামান্য হাইকোর্টের রায়ের ফলে কচুয়ার জনগনের আশা আকাংখার প্রতিফলন ঘটেছে।আমি আল্লাহর নিকট শুকরিয়া । কচুয়ার সাড়ে ৪ লক্ষ জনগনের কাছে আমি ঋনি। যারা আমার জন্য দোয়া করেছে আমি ভালবাসা দিয়ে দিয়ে তাদের ঋন শোধ করব। অল্লাহ সর্বমক্তিমান। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহামান্য সুপ্রিমকোর্টের হাইকোর্টের দ্বৈতবেঞ্চ এর বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: কামাল হোসেন মোল্লা কচুয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারমান মো: শাহজাহান শিশিরের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাময়িক বহিস্কার আদেশ বাতিল ও অবৈধ মর্মে রায় প্রদান করেন।
উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ২৫ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন । গত ২২ নভেম্বর হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করলে বৃহস্পতিবার ঢাকার ২৫ নভেম্বর সিএমএম আদালতে তাঁর জামিন শুনানী শেষে বিজ্ঞ বিচারক পুলিশের রিপোর্ট দাখিল করা পর্যন্ত তাঁকে জামিনে মুক্তি দেন। উল্লেখ্য ঃ কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে ৬ তলা ভবনের নির্মান কাজের অনিয়মের প্রতিবাদ করলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী নূরে আলম উপজেলা চেয়রম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে ১৯ জুলাই উপসহকারি প্রকৌশলী নুরে আলম শারিরিকভাবে লাঞ্চিত হওয়ার অভিযোগে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং ১০ তারিখ : ১৯.৭.২০২১। ওই বছর ২৩ জুলাই স্থানীয় সরকার মন্ত্রনালয় এক আদেশের মাধ্যমে শাহজাহান শিশিরকে সাময়িক বাহস্কার করেন। ওই মামলা তিনি স্বেচ্ছায় চাঁদপুরের আদালতে হাজিরা দিথে গেলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। ওই মামলায় ৩মাস ১২ দিন কারাবরনের পর তিনি ৭ ডিসেম্বর কুমিল্লা কারাগার থেকে মুক্তি লাভ করেন।
এ দিকে চলতি বছর ১ সেপ্টেম্বর বিজ্ঞ দায়রা জজ ঢাকা আদালতে হাজির হয়ে ধানমন্ডি থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিনি জামিন চাইলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান। ওই মামলায় ২৫ নভেম্বর তিনি জামিন লাভ করেন। এই মামলায় তিনি ২ মাস ২৬ দিন কারাভোগ করে বৃহস্পতিবার ২৫ নভেম্বর জামিনে মুক্তি পান।কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের বিরুদ্ধে উপ-সহকারি প্রকৌশলীর দায়ের করা ১টি মামলা ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা দুটি মামলা হয়।

ছবি ঃ জামিনে মুক্তিলাভের পর শাহজাহান শিশির কচুয়ার অভিভাবক সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির সাথে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার