1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন

ইউপি নির্বাচন ২০২১ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ”গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ ”এর নির্বাচনী হালচাল

  • আপডেট : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪১৭ বার পড়া হয়েছে
ছবি: ইউপি নির্বাচন উপলক্ষে গোহট দক্ষিন ইউনিয়নের সম্ভাব্য আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের ফাইল ছবি

কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের নির্বাচনী হালচাল । কচুয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে হাটবাজার ,গ্রাম মহল্লা সর্বত্রই চলছে প্রচার প্রচারণা।প্রার্থীগন ইতিমধ্যে বিভিন্ন জাতীয় দিবসে নিজেদের প্রার্থীতা জানান দিয়ে রঙ্গিন ব্যানার, পোস্টার , সাঁটিয়ে দিয়েছে। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রনে থাকলে ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। গোহট দক্ষিন ইউনিয়নে ১৯টি গ্রামে লোকসংখ্যা প্রায় ৪৫ হাজার । ভোটার ২১ হাজার ৫শত ৫০ জন।শিক্ষিতের হার শতকরা ৮৭ ভাগ। ১টি কলেজ, ৩টি উচ্চ বিদ্যালয় , ৩টি মাদ্রসা ,১৪টি হাফিজিয়া মাদ্রাসা ও ৫৪টি মসজিদ রয়েছে এই ইউনিয়নে । এই ইউনিয়নের ৪টি গুরুত্বপূর্ন বাজার হল : রহিমানগর ,আমুজান,নাউপুরা ও খাজুরিয়া লক্ষীপুর বাজার। তাছাড়া এই ইউনিয়নের গোহট গ্রামে ১টি বিদ্যুত উপকেন্দ্র রয়েছে। এ ইউনিয়নের সাহার গ্রামে রয়েছে ঐতিহাসিক সাহারপাড় দিঘি। এই ইউুনয়নের নাউপুরা গ্রামে জন্ম বীর মুক্তিযোদ্ধা সিরাজুল মাওলার। যিনি বীর উত্তম খোতাব প্রাপ্ত হয়। কচুয়ায় মুক্তিযুদ্ধের সময় রহিমানগর কলেজ রোড এলাকার রেন্ট্রি গাছের নীচে ৪ঠা জুলাই ১৯৭১ সালে গনহত্যা সংগঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া জানান কহলথুড়ি গ্রামের কুখ্যাত রাজাকার কমান্ডার আরিকের নেতৃত্বে পাকবাহনী সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে আওয়ামী লীগ সমর্থিত লোকজনদের ওই স্থানে হত্যা করে। ওই সময় কাশেম আলী ,জুনাব আলী ও পাঁড়াগাঁও পান্ডিত বাড়ির আবদুস সামাদ এবং আবদুল মজিদকে গুলি করে হত্যা করা হয়। তাছাড়া মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাঁড়াগাঁও পন্ডিত বাড়ি, মহেশ্বও বাড়ি,আজিজ উল্লাহ মিয়ার বাড়ি পাকবাহিনী অগ্নি সংযোগ কওে তছনছ করে দেয়।
আসছে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রায় ৭জন সম্বাব্য চেয়রম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করবে বলে নাম শোনা যায়। প্রার্থীগন হল: বর্তমান চেয়রম্যান মোহাম্মদ শাহরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: সেলিম, খাজুরিয়া লক্ষীপুর গ্রামের অধিবাসী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: ইামাম হোসেন, গোহট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত এনায়েত হোসেন বাচ্ছু মিয়ার সন্তান আওয়ামী লীগ নেতা সেহেল চৌধুরী , উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সমাজ সেবক পাড়াগাঁও পন্ডিত বাড়ির প্রয়াত হাজী চাঁদমিয়ার বংশধর এসএম জাকির হোসেন সবুজ ,উচিতগাবা গ্রামের অধিবাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেবশ বিষক সম্পাদক খোরশেদ আলম প্রমূখ। অপরদিকে মেম্বার প্রার্থীগনও নির্বাচনের জন্য প্রচার প্রচারনায় পিছিয়ে নেই । ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল হক মোল্লা, ও সাবেক ইউপি সদস্য মো: তাজুল ইসলাম ,৮ নং ওয়ার্ডর ইউপি সদস্য রাজাপুর গ্রামের মো: মানিক নির্বাচন করবেন বলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
ছবি: ইউপি নির্বাচন উপলক্ষে গোহট দক্ষিন ইউনিয়নের সম্ভাব্য আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের ফাইল ছবি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার