1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

কচুয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ও সাধারন কাউন্সিলর পদে দুজনের মনোনয়নপত্র প্রত্যাহার \মেয়র পদে ৩, সংরক্ষিত এবং সাধারন কাউন্সিলর পদে প্রতিদ্ধন্ধিী প্রার্থী ৫২ জন

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৬৯৪ বার পড়া হয়েছে

চতুর্থ ধাপে অনুষ্ঠিত কচুয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর এবং সাধারন কাউন্সিলর পদে ২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।২৬ জানুয়ারি মঙ্গলবার কচুয়া রির্টানিং অফিসারের কার্যালয়ে সংরক্ষিত ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নার্গিস শাহজাহান ও ৪ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর প্রার্থী গাজী মো: হেলাল মনোনয়রপত্র প্রত্যাহার করেন। নির্বাচনে মেয়র পদে ৩, সংরক্ষিত আসনে ৮ এবং সাধারন কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ধন্দিীতা করবে। মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র নাজমুল আলম স্বপন, আওয়ামী লীগের বিদ্রোহী আহসান হাবিব প্রাঞ্জল ও বিএনপি দলীয় প্রার্থী হুমাযূন কবির প্রধানসহ তিন প্রর্থীর নির্বাচনে প্রতিদ্ধন্দিীতা করবে। সংরক্ষিত কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ২জন: জোহরা খাতুন,ফেরদৈসী আক্তার,২নং ওয়ার্ডে ৪জন: বিলকিছ আক্তার-১, বিলকিছ আক্তার-২, রোকেয়া বেগম,গাজী শাহীনও ৩নং ওয়ার্ডে ২জন: আমেনা বেগম,পারুল আক্তারের নির্বাচনে প্রতিদ্ধন্দিীতা করবে ।

অপর দিকে সাধারন ১নং ওয়ার্ড ৫জন: রহমত উল্লাহ, আব্দুল কাদের,নজরুল ইসলাম,মো: বিল্লাল ,শাহ আলম,২নং ওয়ার্ড ৪জন: মো: তাজুল ইসলাম,আব্দুল মালেক,ইউসুফ আলী ,মহসিন রেজা ৩নং ওয়ার্ড ৭জন: মো: শাহজাহান,আ: ছালাম,মো: ফারুক হোসেন,শাহ এমরান,মো: কামাল হোসেন গাজীমো: ইউসুফ,মাহারুন আল মিলি, ৪নং ওয়ার্ড ৬জন: মো: কামরুজ্জামান, আবু ছাইদ,ফয়েজ আহমেদ,জামাল হোসেন,জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ড ৪জন: আমিনুল হক,মকবুল হোসেন,মো: শাহজাহান,আজাদ হোসেন, ৬নং ওয়ার্ড ৪জন: আব্দুল মান্নান ,শাহ আলম,মির্জা গোলাম মোর্শেদ,এরশাদ প্রধান ৭নং ওয়ার্ড ৪জন: মো: কামাল হোসেন অন্তর,ইয়াছিন মিয়া,হুমায়ুন কবির,সেন্টু মজুমদার, ৮নং ওয়ার্ড ৪জন :শরীফ আহমেদ মিয়া,আ:মমিন,মাসুদ আলম,আবুল খায়ের ৯নং ওয়ার্ড ৬জন :আমিনুল হক,আবুল খায়ের,জাহাঙ্গীর আলম,হারুন মিয়া,মো: মোস্তফা কামাল,হেদায়েত উল্লাহ নির্বাচনে প্রতিদ্ধন্দিীতা করবে। রির্টানিং অফিসারের কার্যালয় থেকে সহকারি রির্টানিং অফিসার কাজী আবু বক্ধসঢ়;র সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ ২৮ জানুয়ারি,নির্বাচন আগামী ১৪ ফেবুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার